নওগাঁর জয়পুরহাটে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ ০২ জনকে আটক করেছে র‍্যাব-৫

নওগাঁর জয়পুরহাটে র‍্যাব-৫ কর্তৃক বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ ০২ জন আটক। র‍্যাব-৫, রাজশাহী এবং সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার সদর থানাধীন পার নওগাঁ ধোপাপাড়া গ্রামস্থ মৃত মোশারফ আলী এর ছেলে মোবারক আলী (৫৭) ৭তলা ভবন থেকে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য সহ ০২ জনকে আটক করেছে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে মঙ্গলবার র‍্যাব-৫, রাজশাহী এবং সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল র‍্যাব-৫, রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি, আর্টিলারি, মেজর সাকিব এবং কোম্পানী অধিনাকয় সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার সদর থানাধীন পার নওগাঁ ধোপাপাড়া গ্রামস্থ মৃত মোশারফ আলী এর ছেলে মোবারক আলী (৫৭) ৭তলা ভবন থেকে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য (১) লালবর্ণের কেমিক্যালযুক্ত পাউডার যার ওজন ০৪কেজি ২০০গ্রাম, (২) প্লাষ্টিকের ব্যাগের ভিতর সাদা বর্ণের কেমিক্যালযুক্ত পাউডার যার ওজন ২ কেজি ৫০০গ্রাম (৩) পলিথিনের ভিতর ক্রিষ্টাল সাদা বর্ণের পাউডার যার ওজন ০২কেজি ৪০০গ্রাম, (৪) পলিথিনের ভিতর কেমিক্যালযুক্ত মাটি যার ওজন ০১কেজি ৮০০গ্রাম, (৫) বিউটেন গ্যাসযুক্ত MOON কৌটা ০২টি, (৬) দাহ্য পদার্থযুক্ত ডউ-৪০ কৌটা ০১টি, (৭) লাল স্কসটেপ দ্বারা মোড়ানো বোম সাদৃশ্য বস্তু ০১টি, (৮) একটি ব্যাটারী যাতে PAKKO 6F22 9V সহ আরো লেখা আছে, (৯) লাল স্কসটেপ ০২টি, (১০) স্কসটেপ দ্বারা বাধাঁনো মোবাইল ব্যাটারী ০২টি, (১১) রেজিস্টেন্স ০৭টি, (১২) বাটন সুইচ ০৮টি, (১৩), টিউনিং সুইচ ০৬টি, (১৪) IC ০১টি যাতে ZHANG লেখা আছে, (১৫) ইন্ডিকেটর ল্যাম্প ০৮টি ইত্যাদি সহ বাড্ডা মেট্রো, জেলা-ঢাকা(ডিএমপি উত্তর) দক্ষিন বাড্ডার আব্দুল ওয়াদুদ এর ছেলে ওসমান গনি জিসান (৩০) এবং যশোর অভয়নগর নোয়াপাড়ার মনোরঞ্জন অধিকারীর ছেলে শংকর অধিকারী মুকেশ (৪০) হাতেনাতে গ্রেফতার করেছে।

উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার সদর মডেল থানায় বিষ্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ অনুসারে মামলা রুজু করা হয়েছে বলে র‍্যাব-৫, রাজশাহী এবং সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে।