নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার সুযোগ নেই: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের সিআরবিতে ‘সিটি করপোরেশন একুশে স্মারক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে সরকার বাধা দেবে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের মতো জ্বালাও-পোড়াও কিংবা মানুষ হত্যার কোনো কর্মসূচি করতে দেয়া হবে না। তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করলে বাধা দেয়া হবে না।

তিনি বলেন, সরকার পরিবর্তন করতে হলে বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারা সরকার গঠন করবে।