নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ

চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা।

১৫ নভেম্বর বাংলাদেশে পা রাখার কথা রয়েছে অতিথিদের। এসেই চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১৮ ও ১৯ নভেম্বর একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডজের মধ্যেকার প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩০ নভেম্বর।

টেস্ট শেষে তিন ম্যাচ ওয়ানডের প্রথম দুটিই হবে মিরপুর হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে। ৯ ও ১১ ডিসেম্বর হবে প্রথম দুটি ওডিআই। এরপর সফরের শেষ ওয়ানডে হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। যেটি হবে সিলেটের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ।

টেস্ট শেষে ১৭ ডিসেম্বর সিলেই হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপরের দুটি হবে মিরপুর শেরে বাংলায়। ২০১২ সালের পর বাংলাদেশে এটিই হবে ক্যারিবীয়দের প্রথম পূর্ণাঙ্গ সফর।