নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় বসত ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতি নামে ৮ বছরের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ মে) সকালে উপজেলার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই এলাকার আবু তাহের এর মেয়ে।

নিহতের বড় বোন রাশিদা আক্তার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ঝড়ের সময় বিদ্যুতের একটি তার ঘরের ওপর পড়ে। তখন বিদ্যুৎ না থাকায় এবং ঘরটিতে সবসময় বসবাস না করায় পরিবারের কেউ বিষয়টি বুঝতে পারেনি। পরদিন শুক্রবার সকালে জান্নাতি খেলা করার কথা বলে ঘরে ঢুকে আর বাহিরে আসেনি।

পরে সকাল সাড়ে ৭ টার দিকে তারা ঘরে ঢুকে জান্নাতির মরদেহ দেখতে পায়। তিনি আরোও জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতির দুই পা এবং শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

বাঁশগাডী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তার লিকেজ হয়ে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। পরে সকালে মেয়েটি ঘরে ঢুকার পর বিদ্যুতের স্পর্শে মারা যায়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।