নারী কণ্ঠে গান গেয়ে চমক দেখালেন শাবনূর ভক্ত মিজান

শুধু কণ্ঠ শুনে শ্রোতারা মনে করবেন হয়ত কনক চাঁপা বা সাবিনা ইয়াসমিনের কণ্ঠ নকলে গান গাইছেন কোনো তরুণী। অথচ এ কণ্ঠটি জ্বলজ্যান্ত এক পুরুষের।

পুরুষ হয়েও নারী কণ্ঠে বাংলা সিনেমার গান গান গাইতে পারেন এই ব্যক্তি।

তবে চমকের শেষ এখানেই নয়। বেশিরভাগই চিত্রনায়িকা শাবনূর অভিনীত গানগুলো পছ্ন্দ তার। শাবনূরের ১৫৮টি সিনেমার গান মুখস্ত তার!

সেসব গানই মেয়েলি গলায় সুর তোলেন তিনি। এছাড়াও গানের পাশাপাশি সিনেমার আবহ সংগীত চমৎকার গাইতে পারেন তিনি।

বিশেষ করে তার কণ্ঠে শাবনূরের সিনেমার বিষাদের সুরগুলো শুনতে অভিনব।

শাবনূর ভক্ত এই ব্যাক্তির নাম মিজান। পেশায় তিনি একজন শিক্ষক।

গ্রামের বাড়ি যশোরে হলেও পেশাগত কারণে তিনি বর্তমানে কুমিল্লায় থাকছেন।

কুমিল্লার হোমনা থানাধীন গৌরিপুর এলাকায় অবস্থিত মাতৃছায়া স্কুল এন্ড কলেজে রসায়ন বিভাগে শিক্ষকতা করছেন শাবণূর ভক্ত এই শিক্ষক।

শাবনূর অভিনীত সিনেমার গান গেয়ে মানুষকে বিনোদন দেন মিজান। নিজেও থাকেন খোশ মেজাজে।

সম্প্রতি এফডিসিতে এসেছিলেন মিজান। জহির রায়হান কালার ল্যাবের সামনে বসে তিনি সবার অনুরোধে নারী কণ্ঠে ‘প্রেমের তাজমহল’ গান গেয়ে শোনান তিনি।

ওই সময় শাবনূরের ‘প্রেমের তাজমহল’ ছবির চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা গাজী জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

কনক চাঁপার গলা অনুকরণে মিজানের কণ্ঠে এ গান শুনে শ্রোতারাসহ মুগ্ধ হয়েছেন গাজী জাহাঙ্গীর। শাবনূর ছাড়াও মৌসুমী ও পপির অভিনীত সিনেমার গান গাইতে পারেন এই স্কুল শিক্ষক।

মিজানের এমন প্রতিভায় সেদিন অবাক হয়েছিল এফডিসির অনেকেই।

এ বিষয়ে মিজান বলেন, গান আমার নেশা । ছোট বেলা থেকেই এন্ড্রু কিশোর, প্রয়াত খালিদ হাসান মিলু, সাবিনা ইয়াসমিন, কনক চাঁপা, ডলি সায়ন্তনীসহ আরও অনেকের গান শুনতাম আমি।

তবে শাবনূর অভিনীত সিনেমায় গানগুলো একেবারেই ঠোটস্ত মিজানের।

তিনি বলেন, ওইসব গান নারী কণ্ঠে গাওয়া শুরু করি সেই ছোটবেলা থেকেই। অনেকেই বলেন আমি নাকি তাদের মতো করেই গান গাই।

মিজান বলেন, ‘আমি চিত্রনায়িকা শাবনূরের ভক্ত। সেই ছোটবেলা থেকে তার ছবি দেখে বড় হয়েছি। তার শুরু থেকে অভিনীত ১৫৮টি সিনেমার সব গান আমি মুখস্ত করেছি।’

পুরুষ কণ্ঠে যতটা ভালো পারেন, নারী কণ্ঠেও ঠিক ততটাই ভালো গাইতে পারেন বলে জানান মিজান।

আর এ প্রতিভা অর্জনে অনেক সময় লেগেছে তার।

রসায়নের শিক্ষক মিজানের স্বপ্ন চিত্রতারকা শাবনূরের সঙ্গে দেখা করার। এ কারণেই এফডিসিতে এসেছিলেন তিনি।

দেখা হলে শাবনূরের ছবিগুলোর কিছু গান নিজের নারী কণ্ঠে প্রিয় তারকাকে শোনাতে চান মিজান।