নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন নাজমুল হাসান নীরা

সকল জল্পনা কল্পনা শেষে (৮ মে) বুধবার সম্পন্ন হলো ষষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচন। এতে দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে নাজমুল হাসান নীরা(সাদ্দাম আকঞ্জি), ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে গোলাম ফাহমি ভূইয়া(শিপার), ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে শারমিন আক্তার (কাকলী)বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিস।
স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানাযায়,চেয়ারম্যান পদে নাজমুল হাসান নীরা(সাদ্দাম আকঞ্জি) মোটরসাইকেল প্রতীক পেয়েছেন ৩১হাজার ১শত ৫৫ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দী সাজ্জাদুর রহমান(সাজ্জাদ)কৈমাছ প্রতীক পেয়েছেন ২২ হাজার ১শত ৪২ ভোট।

ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে গোলাম ফাহমি ভূইয়া(শিপার)তালা প্রতীক পেয়েছেন ৪১ হাজার ৪২ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী সায়দুর রহমান টিউবওয়েল প্রতীক পেয়েছেন ১২ হাজার ৮শত ১৪ ভোট,তৃতীয় স্থান অধীকারী আব্দুল কাঈয়ুম খান উড়োজাহাজ প্রতীক পেয়েছেন ৫ হাজার ৯শত ৯৭ ভোট।

ভাইস চেয়ারম্যান (মহিলা) শারমিন আক্তার (কাকলী) হাঁস প্রতীক পেয়েছেন ২৫ হাজার ৫শত ৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী জাকিয়া সুলতানা(জবা) ফুটবল প্রতীক পেয়েছেন ২০ হাজার ৯শত ৬৮ ভোট, তৃতীয় স্থান অধীকারী তহুরা বেগম কলস প্রতীক পেয়েছেন ১৩ হাজার ৮ শত ৮১ ভোট। মোট ৬১টি কেন্দ্রে ১ লাখ ৯৯ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে কাস্টিং হয়েছে ৬২ হাজার ৯৩৯ ভোটার।

বৈধ ভোটের সংখ্যা ৬০ হাজার ৩৭১। বাতিল হয়েছে ২ হাজার ৫শত ৬৮ ভোট। এ পরিষদ আগামী ৫বছর দায়িত্ব পালন করবেন।

এছাড়াও প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পারভীন আক্তার ঘোড়া প্রতীক পেয়েছেন ৩ হাজার ৪৪ ভোট। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামি লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক আনারস প্রতীক পেয়েছেন ২ হাজার ৪শত ৮৭ ভোট।

সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সদস্য কামাল পাশা কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১শত ৬৫ ভোট। যুবলীগ নেতা ফারুক আহমেদ হেলিকপ্টার প্রতীক পেয়েছেন ২৬১ ভোট। কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল হুদা উজ্জল দোয়াত কলম প্রতক পেয়েছেন ১১৭ ভোট।