নেপাল-ভুটান যেতে ভারতের জমি চায় বাংলাদেশ

নেপাল ও ভুটানের সাথে যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ। এজন্য ভারতের কাছ থেকে তাদের আরও নতুন জমি ও রেললাইন এবং স্থলবন্দর ব্যবহারের সুযোগ চায় বাংলাদেশ। শুক্রবার দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভারতের কাছে এমন অনুরোধ তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। খবর বিবিসি বাংলার।

বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান আন্তঃদেশীয় রেল যোগাযোগ স্থাপনে ২০১৬ সালে একমত হয়েছিল। এবার দিল্লির কাছে এ বাবদ ভারতকে নতুন জমি, রেললাইন ও স্থলবন্দর ব্যবহার করতে দিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

আগামী মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর করার কথা রয়েছে। সেই প্রস্তুতি নিয়েই মূলত নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের পর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তি দেখা যায়, সেখানে আরও কিছু বিষয়ও আলোচনা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল এবং হর্ষবর্ধন শ্রিংলার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলের ওই বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের বিষয়টি আবারও তুলে ধরা হয়েছে।

বিষয়টি বিবেচনাধীন আছে বলে ভারতীয় পক্ষ যথারীতি আশ্বাস দিয়েছে এবং তাতে ছয়টি অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট চূড়ান্ত করার প্রস্তাব দেয়া হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বিশেষ করে মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে মার্চে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর পাশাপাশি বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর পালিত হচ্ছে। যা উভয় দেশ যৌথভাবে নানা জায়গায় উদযাপন করবে।