পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের পাতা জাল থেকে মেছো বাঘ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য ঘেরে পাতা জালে আটকে থাকা একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল দশটায় নীলগঞ্জ ইউপির মোস্তফাপুর গ্রাম থেকে কৃষক ওহাব গাজীর মাছের ঘের থেকে বাঘটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের কাছে হিংস্র এ প্রাণিটি মেছ বাঘ নামে পরিচিত হলেও এর বৈজ্ঞানিক নাম ফিশিং ক্যাট বা বন বিড়াল। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, ধারনা করা হচ্ছে, মাঝ বয়সী এ মেছো বাঘটি মাছ শিকারে গিয়ে ওই কৃষকের ঘেরে এসে জালে আটকে যায়।

তিনি আরোও বলেন, স্থানীয়রা এটিকে পিটিয়ে মারার আগেই আমরা গিয়ে প্রাণিটি উদ্ধার করি। কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম মনি জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে প্রাণিটি হাজীপুর বনে অবমুক্ত করা হবে।