পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ বিনামূল্যে তিনদিন ব্যাপী বিশেষ ফিজিওথেরাপি সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারী) বেলা ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরি স্মরণে শেখ কামাল অডিটরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আশার কলাপাড়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার ইউনুচ আলীর সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কলাপাড়া পৌর প্যানেল মেয়র হুমায়ূন কবির, বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম,আশার বরিশাল ডিভিশনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা জানান, উন্নয়ন সংস্থা আশা দরিদ্র মানুষের ভাগ্য বদলে কাজ করে যাচ্ছে। এছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ অসহায় পরিবারে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে যাচ্ছে আশা। এরই ধারাবাহিকতায় কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ সকল শ্রেনীর মানুষের মাঝে বিনামূল্যে বিশেষ থেরাপি কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। এমনকি অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলেও জানান বক্তারা।

অনুষ্ঠানে চিকিৎসা সেবা নিতে আশা শতাধিক বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।