পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু পেল জেলেরা

পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উপকরণ হিসেবে গরু বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রত্যেক জেলে পরিবারের হাতে ১ টি করে গাভী বাছুর তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য,প্রানী সম্পদ কর্মকর্তা,উপজেলা ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যানসহ আরো অনেকে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১২ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার নিবন্ধিত ৪০ জন জেলের হাতে সরকারী বরাদ্দের এই গরু তুলে দেয়া হয়েছে। তিনি বলেন, অবরোধ চলাকালীন সময়ে জেলেরা অলস সময় কাটায়। এছাড়া অনেক জেলে ভাই বিধিনিষেধ উপেক্ষা করে মাছ শিকারে যায়।

তাই তাদের অলস সময়ে বিকল্প কর্মসংস্থানের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহন করেছেন। এতে করে গবাদীপশুর পরিচর্যায় সময় কাটতে পারবে। পাশাপাশি গরুর আয় থেকে লাভবান হতে পারবে জেলেরা।