পটুয়াখালীর কলাপাড়ায় সেই খাল দখলমুক্ত করলেন ইউএনও

পটুয়াখালীর কলাপাড়ায় বহুল আলোচিত দখলকৃত সাড়ে তিন কিলোমিটার সেই খাল অবমুক্ত করে দিলেন ইউএনও আবু হাসনাত মো. শহীদুল হক।

সোমবার বেলা ১১ টার দিকে অঝোড় বৃষ্টি উপেক্ষা করে নিজে উপস্থিত থেকে উপজেলার ধানখালী ইউপির পাঁচ জুনিয়া গ্রামের এ খালটি দখলমুক্ত করেন তিনি।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান উপস্থিত ছিলেন।

দখলমুক্তকালে ওই সরকারী খালে অবৈধভাবে দেয়া ১৪টি বাঁধের ১০টি বাঁধ কেটে দেয়া হয়।

এতে খুশির জোয়ারে ভাসছেন ভুক্তভোগী কৃষকরা।

দীর্ঘ ১৫ বছর ধরে স্থানীয় ১১ জন প্রভাবশালী ওই খালটিতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিলেন। ফলে ২ হাজার একর তিন ফসলী জমির পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অনাবাদী ছিলো এসব কৃষি জমি।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসনাত মো. শহীদুল হক জানান, ‘দীর্ঘ বছর ধরে প্রভাবশালীদের দখলে ছিলো ওই খালটি। এনিয়ে কৃষকদের অভিযোগ ও বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর সরেজমিনে তদন্ত করে সত্যতা পাই। তাই আজ বৈরি আবহাওয়া থাকার পরেও উপজেলা চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিরাসহ গ্রামবাসীর সহায়তায় খালের ১০টি বাঁধ কেটে দিয়েছি। বাকি ৪টি বাঁধও মুক্ত করা হবে। এছাড়া কৃষিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কেউ যদি খাল দখল কিংবা অবৈধ দখলকার্যক্রম করে সে ব্যাপারে অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।’