পটুয়াখালীতে চালের পরিবর্তে বৃদ্ধকে শারীরিক লাঞ্চিত’র অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রিন্টু তালুকদারের পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে বারেটায় পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করে। এতে বক্তব্য রাখেন শাররীক লাঞ্চণার শিকার উত্তর পূর্ব মাছুয়াখালী গ্রামের সত্তোরোর্ধ সোবাহান তালুকদার, স্থানীয় ফুলনেছা বেগম ও জসীম তালুকদারসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়লাভ করতে পারেননি ২বার নির্বাচিত চেয়ারম্যান রিন্টু তালুকদার। যারা তার বিরোধীতা করেছে ক্ষিপ্ত রিন্টু তালুকদার তাদের নানাভাবে হয়রানি করছেন। শাররীকভাবে লাঞ্চিত করছেন।

ভুক্তভোগী সোবাহান জানান, গত বৃহষ্পতিবার প্রধানমন্ত্রীর দেয়া দশ কেজির চাল নিতে ইউনিয়ন পরিষদে যান তিনি। এসময় রিন্টু তালুদার তাকে দেখে পরিধেয় জামা ধরে টেনে হিচরে কাছে নিয়ে বলেন, আনারসে ভোট দিয়ে এখন চাল নিতে এসেছো কেন। এই বলে লুঙ্গির উপর দিয়ে পুরুষাঙ্গ ধরে টান দিয়ে নির্যাতন করেন চেয়ারম্যান রিন্টু। এক পর্যায় প্রচন্ড ব্যাথায় চাল না নিয়েই বাড়ি ফিরে আসি। ফুল নেছা জানান, প্রকাশ্যে মুরুব্বির গোপনাঙ্গ ধরে নির্যাতন করেছে আওয়ামীলীগ সভাপতি রিন্টু। ওইসময় ভয়ে অনেক নারীরা চাল না নিয়ে বাড়ি ফিরে গেছে। এর কঠর শাস্তির দাবী জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান এবং চম্পাপুর উইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিন্টু তালুকদার বলেন, মুরুব্বি আমার বাবার সাথে বাড়িতে কাজ করতেন। আগে অন্তত অর্ধশতাধিকবার দুস্টুমি করেছি। তখন সমস্যা হয়নি। এবার কি হলো বুঝে উঠতে পারছি না। মানবন্ধনে সকল বক্তব্য মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেন তিনি।