পশ্চিমবঙ্গের আকাশে মার্কিন যুদ্ধবিমান, উদ্বেগে চীন

চীন থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে বাংলার আকাশে হাজির হচ্ছে মার্কিন যুদ্ধবিমান। বিষয়টি নিয়ে চীনে বেশ উদ্বেগ সৃষ্টি হয়েছে। পানাগড় ও কলাইকুন্ডা বিমানঘাঁটির দিকে তীক্ষ্ণ নজর রাখছে চীন।

আগামী ৩ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে সামরিক মহড়া চালাবে ভারত ও যুক্তরাষ্ট্রের বিহানবাহিনী। এ জন্য পানাগড় ও কলাইকুন্ডা বিমানঘাঁটি ব্যবহার করা হবে। মহড়া চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

‘কোপ ইন্ডিয়া ২০১৯’ নামের এই মহড়ার মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্র চীনের ওপর পরোক্ষ চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও চীনের সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মতো এলাকায় এ যৌথ মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মহড়ায় অংশ নেয়ার জাপানের বিমানঘাঁটি থেকে ইতিমধ্যে ১৫টি মার্কিন যুদ্ধবিমান পশ্চিমবঙ্গে পৌঁছেছে। এছাড়া মার্কিন বিমানবাহিনীর ইলিনয় এয়ার ন্যাশনাল গার্ডের ১৮২ডি এয়ারলিফ্ট উইং যোগ দেবে এই মহড়ায়।