পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা এড়াতে পুলিশের ১৪টি চেকপোস্ট

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা, দাউদখালী,টিকিকাটা ও বড়মাছুয়া ইউনিয়নে ৫ জানুয়ারী ৫ম ধাপের নির্বাচনে সহিংসতা এড়াতে পুলিশের ১৪টি চেকপোস্ট বসানো হয়েছে।

২ নং ধানিসাফা ইউনিয়নের ভাঙ্গাপোল,তুষখালী তিন রাস্তার লঞ্চঘাট সংলগ্ন ও আঙুলকাটা চেকপোস্টে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত পুলিশের নির্ধারিত টিম দায়িত্ব পালন করবে।

৪ নং দাউদখালী ইউনিয়নের বড় হারজি মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে।

৬ নং টিকিকাটা ইউনিয়নের মোল্লার হাট মোড়,কুমিরমারা মোড়,বয়াতির হাট ও তেঁতুল তলা বাজারের চেকপোস্টে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।সন্দেহভাজনদের পরিচয় দিয়ে এসব চেকপোস্ট পার হতে হবে।

১১ নং বড়মাছুয়া ইউনিয়নের কালিরহাট,বটতলা ও চালিতাতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশের মোবাইল টিম অভিযান পরিচালনা করছে।বড় মাছুয়া ইউনিয়নের এসব প্রবেশপথ থেকে চলাচলের ক্ষেত্রে গতিবিধি পর্যবেক্ষণ করছে পুলিশ।চেকপোস্টে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, মঠবাড়িয়ার ৪টি নির্বাচনী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক চেষ্টা রয়েছে। নির্বাচনে বিশৃঙ্খলাকারীরা কোন অবস্হাতেই ছাড় পাবে না।