পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় দুই যুবক হাসপাতালে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঠাঘাটা এলাকায় আজিম (২২) ও জয়নাল (২০) নামে দুই যুবককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

আহত আজিম পাঠাঘাটা গ্রামের সিদ্দিক বেপারীর পুত্র এবং জয়নাল ওই একই এলাকার হানিফ আকনের ছেলে।

জানা গেছে, ৫ জানুয়ারী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্হানীয় ইউপি সদস্য মজিবর রহমানের পুত্র রেজাউলের সাথে মেম্বার প্রার্থী স্বপন ফরাজির কর্মী আজিমের তর্ক বিতর্ক হয়। তর্ক বির্তকের জের ধরে ওই সময় তারা একে অপরকে হুমকি দেয়।

নির্বাচনে সাবেক ইউপি সদস্য মজিবর রহমান নির্বাচিত হয়।এতে নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ঈর্ষান্বিত হয় এবং এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে।

নির্বাচনের পরের দিন বৃহস্পতিবার (৬ জানুয়ারী) হামলার শিকার ওই ২ যুবক মিরুখালী রোডের ডাকাতিয়া পোল থেকে মেম্বার বাড়ির সামনের কার্পেটিং রাস্তা দিয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে রওনা হয়। পাঠাঘাটা বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা পথরোধ করে।তাদের সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এরপর মারধর শুরু করলে পাশের বাড়ি দৌড়িয়ে আশ্রয় নিয়ে রক্ষা পায়।

আজিম ও জয়নাল মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ঘটনায় নব নির্বাচিত ইউপি সদস্য মজিবর রহমান ও তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বপন ফরাজি একে অপরকে দোষারোপ করে আসছে।

মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এম এ কুদ্দুস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।