ফুটবলের প্রতি ছোটবেলা থেকেই আমার দুর্বলতা রয়েছে : সাকিব

মঙ্গলবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোবাইল ফোন কোম্পানির আয়োজনে ভক্তদের সঙ্গে ফুটবল ম্যাচ খেলেন সাকিব আল হাসান।

হাতের ইনজুরির কারণে এশিয়া কাপের মাঝপথে দুবাই থেকে ফেরত আসেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেও খেলতে পারছেন না তিনি।

দেশের হয়ে ক্রিকেট খেলার চেয়ে ভক্তদের সঙ্গে ফুটবল খেলা প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা মজার অভিজ্ঞতা, আর ফুটবলের প্রতি সব সময় একটা দুর্বলতা রয়েছে সেই ছোটবেলা থেকেই। ফুটবল খেলা দেখলে হাত পা একটু… কি বলব (হাসি)। দেখলে আর কি থেমে থাকা যায়! সবচেয়ে বড় কথা হচ্ছে, সমর্থকদের সঙ্গে একটু সময় কাটানো সবসময়ই আলাদা রকমের অভিজ্ঞতা। তাদের মধ্যে উত্তেজনা কাজ করে।’

এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমি তো কোনো ম্যাচই মিস করতে চাই না। ইনজুরি ছাড়া সব ম্যাচ খেলি, আর ইনজুরি তো আমাদের খেলারই অংশ। এখানে কারও হাত নেই। এটাই সর্বোচ্চ চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি শতভাগ সুস্থ হয়ে খেলতে পারি।’