বগুড়ার শিবগঞ্জে বঙ্গবন্ধুর ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বগুড়ার শিবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

১৭ই মার্চ শুক্রবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ, শিবগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) তানভীর হাসান, ওসি মনজুরুল আলম, তদন্ত ওসি হাসমত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুঞ্জুরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা মৎম্য কর্মকর্তা আব্দুস সাকুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জাহানারা খাতুন, তথ্য আপা রুমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাহাবুদ্দিন শিবলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহিদ হাসান, প্রধান শিক্ষক আতাউর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

পরে শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক শিশু সমাবেশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।