বঙ্গবন্ধুর উক্তি নিয়ে অ্যাপস তৈরি করলো ছাত্রলীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা সময়ে করা ‍উক্তিগুলো নিয়ে অ্যাপস তৈরি করেছে তার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তারুণ্যে, মাঠে ময়দানে, রাজনীতিতে ও সংসদে এসব ট্যাবে বঙ্গবন্ধুর উক্তিগুলো ওই অ্যাপসে সহজেই পাবে তরুণ প্রজন্ম।

এ নিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আমাদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে নিজেকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলা এবং ছাত্রসমাজকে তার আদর্শের প্রতি উদ্বুদ্ধ করা। এরই অংশ হিসেবে আমরা ডিজিটাল তারুণ্যের কাছে বঙ্গবন্ধুকে উপস্থাপন করতে তার করা উক্তিগুলো নিয়ে একটা অ্যাপস তৈরি করেছি।’

তিনি বলেন, ‘এই অ্যাপস যে কেউ ইনস্টল করে সহজেই বঙ্গবন্ধুর উক্তিগুলো পেয়ে যাবে। আমরা মনে করি, এই উদ্যোগ বঙ্গবন্ধুর আদর্শ প্রচারে সহযোগী। সাধারণ ছাত্ররা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হলে আমাদের উদ্যোগ সফল ও সার্থক হবে।’

ছাত্রলীগের এই অ্যাপসে বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনালোচনা করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ‘শেখ মুজিবুর রহমান (মার্চ ১৭, ১৯২০ – আগস্ট ১৫, ১৯৭৫) বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা যিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতির জনক হিসেবে বিবেচিত। তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” এবং “শেখ সাহেব” হিসাবে বেশি পরিচিত এবং তার উপাধি ‘বঙ্গবন্ধু’।