বশেমুরবিপ্রবিতে নওগাঁ জেলা সমিতির নতুন নেতৃত্বে যারা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নওগাঁ জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩৮ সদস্য বিশিষ্ট ১ বছরের জন্য নতুন এই কার্যনির্বাহী কমিটি করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বিকাল ৪ঃ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে সাধারণ সভা করে এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটি অনুমোদন করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি জুবাইদুর রহমান এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জুবাইর আল- মাহমুদ।

কমিটিতে সভাপতি হিসেবে আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আব্দুল্লাহ আল-মামুন নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান বলেন, ২০১৭ সালে আমরা রাজশাহী বিভাগীয় সমিতি থেকে পৃথক হয়ে “নওগাঁ জেলা সমিতি, বশেমুরবিপ্রবি” নামে একটি সংগঠন তৈরি করেছি। বিগত কয়েক বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছি। কিন্তু আমাদের সমিতির বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনুমোদন না থাকায় প্রচার করা হয়নি। আমরা এখন প্রশাসনের অনুমোদন পেয়েছি এবং আমাদের গঠনতন্ত্র অনুয়ায়ী কমিটি গঠন করা হয়েছে।আমাদের এই নবগঠিত কার্যনির্বাহী কমিটি-২০২২ বিশ্ববিদ্যালয়ের সকল শর্ত মেনে গঠনমূলক কাজ করবে।