বশেমুরবিপ্রবি ভার্চুয়াল ওয়েবিনার “বঙ্গবন্ধু কাল থেকে কালান্তরে” ১৮ আগস্ট

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি আয়োজিত ‘বঙ্গবন্ধু কাল থেকে কালান্তরে’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বশেমুরবিপ্রবি প্রেসক্লাব। রাত ৮ টায় বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ভার্চুয়াল ওয়েবিনারটি দেখানো হবে।

ভার্চুয়াল ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম।
মূখ্য আলোচক হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ড. শরীফ এনামুল কবির। মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল।

“বঙ্গবন্ধু কাল থেকে কালান্তরে” শীর্ষক অলোচনা সভাটির সভাপতিত্ব করবেন বশেমুরবিপ্রবি উপাচার্য ড. এ.কিউ.এম. মাহবুব। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান।
সঞ্চালনা করবেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ।