বাংলাদেশকে স্বল্প সুদে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি দিচ্ছে জাপান

স্বল্প সুদের কর্মসূচিতে বাংলাদেশকে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে উৎসাহিত করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

এ কর্মসূচির আওতায় যে কোনো কোম্পানি বস্ত্রশিল্পসহ বিভিন্ন যন্ত্রপাতি স্বল্প সুদে জাপান থেকে সংগ্রহ করতে পারবে। সেখান থেকে বাংলাদেশও এ সুবিধা নিতে পারবে বলে জানিয়েছে জাইকা।

জাপানের নিক্কি এশিয়ান রিভিউ পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়েছে।

বাজারে যেখানে ৯-১৫ শতাংশ সুদ চালু আছে, সেখানে এসব যন্ত্রপাতি কিনতে ৪ শতাংশ সুদ দেয়া হবে।

বাংলাদেশের সঙ্গে ইতিমধ্যে ফেব্রুয়ারিতে তিনটি চুক্তি হয়েছে। আরও ১০টি চুক্তি আলোচনাধীন রয়েছে। চূড়ান্ত হিসাবে চার কোটি ৭১ লাখ ডলারের অর্ডার দেয়া হবে বলে প্রত্যাশা করা হয়েছে।

গত বছর বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচিতে ১০০ কোটি ইয়েন দিয়ে সহায়তা দিয়েছে জাইকা।

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে, তারা টয়োটা ইন্ডাস্ট্রি ও মুরাতা মেশিনারি থেকে স্পিনিং মেশিন কিনবে। এ ছাড়া জুকি থেকে তিন হাজার সেলাই মেশিন কেনার কথা রয়েছে।

এর মধ্য দিয়ে প্রায় ১১০ কোটি ইয়েন মূল্যের পণ্য ক্রয় করবে বাংলাদেশের কোম্পানি। দুটি কারণে বাংলাদেশ জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি তৈরি করতে যাচ্ছে।

প্রথমত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি খরচও বাড়ছে।

দ্বিতীয়ত ভিয়েতনাম ও ভারতের সঙ্গে প্রতিযোগিতা। কারণ দেশ দুটি স্বল্পমূল্যে বস্ত্রশিল্পের যন্ত্রপাতি রফতানি করছে। জ্বালানি খরচ কমিয়ে বাংলাদেশ শিল্পক্ষেত্রে প্রতিযোগিতা বহাল রাখতে চায়।

বাংলাদেশ বছরে দুই হাজার ৮০০ কোটি ডলারের বস্ত্রশিল্পের পণ্য রফতানি করে।