বাগেরহাটের শরণখোলায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি।

বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ৭৫নং উত্তর খোন্তাকাটা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে।

সাপ্তাহিক ছুটির মধ্যে এই চুরির ঘটনাটি ঘটে। চোর অফিস কক্ষে ঢুকে বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (৭মে) রবিবার সকালে বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষে ঢুকেই পেছনের জানালার লোহার গ্রিল কাটা এবং সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পায়। পরে খোঁজ নিয়ে দেখেন অফিসের সিলিং ফ্যান, পানির মোটর এবং অফিসের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মালামাল নিয়ে গেছে চোর। প্রায় ৩০ হাজার মালামাল নিয়ে গেছে চোর চক্র। দুদিনের সাপ্তাহিক ছুটির ফাঁকে এ ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় থানায় মামলা করা হবে। নৈশপ্রহরী প্রহরী না থাকায় এ ঘটনা ঘটেছে, বিদ্যালয়ে একজন নৈশপ্রহরী দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।