বাগেরহাটের শরণখোলায় অজগর উদ্ধার! বনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলায় ১০ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করে ভোলা টহল ফাঁড়ি সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

রবিবার (১৭জুলাই) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মো. জাহাঙ্গীর হাওলাদারের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

সিপিজির ফিল্ড ফ্যাসিলেটেটর মোঃ শহিদুল ইসলাম সাচ্চু জানান, ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও বনবিভাগের সহায়তায় সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মো. জাহাঙ্গীর হাওলাদারের বাড়ি থেকে ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের বিশাল একটি অজগর সাপ উদ্ধার উদ্ধার করে ভোলা টহল ফাঁড়ি সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

ধারনা করা হচ্ছে, খাবারের সন্ধানে বিভিন্ন সময়ে অজগর সাপগুলো বন সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়ে।