বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
টানা বর্ষণে সড়ক প্লাবিত ও সড়কে গাছ ভেঙে পড়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বান্দরবান-কেরানিহাট সড়কের বড়দুয়ারা এলাকায় সড়ক প্লাবিত এবং সদরের লালমোহন বাগান এলাকায় গাছ ভেঙে পড়ায় মঙ্গলবার সকাল থেকে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মূলত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবান।
বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝুন্টু দাস বলেন, পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবান-চট্টগ্রাম সড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে জেলার পুলপাড়া ব্রিজ ডুবে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ সাধারণ যাত্রীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন