বান্দরবানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ আটক ৪
বান্দরবানের লামায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম ওয়াজাপাড়া এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী, র্যা ব ও পুলিশ সদস্যরা। জব্দ আগ্নেয়াস্ত্রের মধ্যে ১১টি দেশে তৈরি ওয়ানশুটার গান, আর ১৪টি একনলা বন্দুক রয়েছে। এসব অস্ত্রের সঙ্গে ২ হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- থুইসা মং মারমা (৩৬), এইক্য মারমা (৩৯), সাইমং মারসা (৩৬) ও মিফং মারমা (৪৫)। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়ভাবে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আটকরা জড়িত বলে জানিয়েছে যৌথ বাহিনী।
চট্টগ্রাম র্যাব-৭ কক্সবাজার ইউনিটের কর্মকর্তা মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদে র্যা ব সদস্যরা আলীকদম সেনাবাহিনীর সহায়তা নিয়ে গয়ালমারা এলাকার দুর্গম ওয়াজা পাড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় চারজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে এসব আগ্নেয়ান্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান, গয়ালমারা, বনফুর এলাকাটি সন্ত্রাসপ্রবণ। কয়েকটি গ্রুপের চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী জর্জরিত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন