বারডেম থেকে বাসায় ফরহাদ মজহার

কবি, কলামিস্ট ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাকে হাসপাতাল থেকে শ্যামলীর বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বুধবার বিকেল ৫টায় বারডেম হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে রিলিজ করে দেন।

ফরহাদ মজহারের স্ত্রী ও উন্নয়নকর্মী ফরিদা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদা আখতার বলেন, ‘তার (ফরহাদ মাজহার) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি সামান্য ট্রমায় সমস্যায় ভুগছেন। ডাক্তার বলেছেন তাকে এখন বাসায় নিয়ে চিকিৎসা দেয়া যাবে। তাই তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে।’

ফরহাদ মজহার গত ৩ জুলাই ভোর পাঁচটায় শ্যামলীর নিজ বাসা থেকে বের হন। ১৮ ঘণ্টা পর যশোরের অভয়নগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বাস থেকে তাকে নামিয়ে আনে। পরেরদিন মঙ্গলবার তাকে ঢাকার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আদালতে তিনি জবানবন্দি দেন।

আদালতের কাছে দেওয়া জবানবন্দিতে ফরহাদ মজহার বলেছেন, তিনি অপহরণের শিকার হয়েছিলেন। তাকে একটি মাইক্রোবাসে অজ্ঞাতনামা ব্যক্তিরা তুলে নিয়ে যায়।

তবে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছিলেন, ফরহাদ মজহার সম্ভবত অপহরণের শিকার হননি।

গত মঙ্গলবার আদালত থেকে বের হওয়ার পর ফরহাদ মজহারকে অসুস্থ দেখা যায়। তার রক্তচাপ ও ডায়াবেটিক থাকায় বাসায় নেওয়ার পথেই তাকে বারডেমে নেওয়া হয়। সেখানে গত ৮ দিন তার চিকিৎসা চলছিল।