বিটিভির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

দেশের একমাত্র টেলিস্ট্রিয়াল চ্যানেল বাংলাদেশ টেলিভিশন উদযাপন করল ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত বারোটায় কেক কেটে, বেলুন উড়িয়ে উদযাপন করা হয় বিটিভির জন্মদিন।

১৯৬৪ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যানেলটি পাকিস্তান টেলিভিশন নামে যাত্রা শুরু করলেও মুক্তিযুদ্ধের পর নাম পরিবর্তন করে হয় বাংলাদেশ টেলিভিশন। অর্ধশতকেরও বেশী সময় ধরে চ্যানেলটি শুধু বিনোদন নয় দেশের সংস্কৃতি চর্চায় রেখেছে বড় ভূমিকা।