বিরাজমান সংকট নিরসনে রাষ্ট্র ব্যবস্থার আমুল সংস্কারের কোন বিকল্প নেই- জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি নেতৃবৃন্দ বলেছেন দেশ এক সংকটকালীন সময় অতিবাহিত করছে ।আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দেশব্যাপী হত্যা -গুম, খুন নির্যাতন জনজীবন দুর্বিষহ করে তুলছে।

বেকারত্ব ,কর্মহীনতা যুব সমাজের মধ্যে মানসিক অস্থিরতা তৈরি করছে যা জনমনে চরম বিশৃংখলা সৃষ্টির পথ প্রশস্থ করছে।ক্ষমতাসশীন মহল নিজেদের শাসন-শোষণ,লুটপাট- সন্ত্রাস অব্যাহত রাখার হীন মানসে রাজনৈতিক দমন নিপীড়ন কার্যক্রম এক চরম নিষ্ঠুরতম অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। বিরাজমান এই সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে, জনজীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হলে, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতার পরিবর্তন ঘটাতে হবে।

একই সাথে বিরাজমান সংকট নিরসনের জন্য রাষ্ট্র ব্যবস্থার আমুল সংস্কারের আন্দোলনকে জোরদার করার কোন বিকল্প নেই। জেএসডি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে। আজ বিকাল ৫টায় জেএসডি কেন্দ্রীয় অফিসে ঢাকা মহানগর দক্ষিণ জেএসডির কোতোয়ালি থানা আয়োজিত কর্মী সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ জেএসডির যুগ্ন আহবায়ক মোঃ মোস্তাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসমাবেশে বক্তব্য রাখেন জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ন সাধারন সম্পাদক ও ঢাকা মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনসার উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বরান উদ্দিন চৌধুরী রোমান, মহানগর জেএসডি নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিম, আব্দুল মান্নান, কামাল উদ্দিন মজুমদার সাজু, কামরুল আহসান অপু, মোঃ শামীম, সুমন খান, ইসমাইল হোসেন, নাসির উদ্দিন স্বপন, আবুল কালাম প্রমুখ।

সভায় মোহাম্মদ মোস্তাককে আহ্বায়ক,মোহাম্মদ মাসুদ, সাইফুল ইসলাম,ইসমাইল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ১৯সদস্য বিশিষ্ট কোতোয়ালি থানা কমিটি গঠন করা হয়।