বেরোবিতে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে নানা কর্মসূচি শুরু

এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : শোাকাবহ আগস্ট উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী নানা কর্মসূচি শুরু হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ১ আগস্ট সকাল পৌনে ১০টায় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ ( বিটিএফও) কালোব্যাজ ধারণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা মাসব্যাপী এই কালো ব্যাজ ধারণ করবেন।

এদিকে শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের আয়োজনে একাডেমিক ভবনগুলোসহ প্রশাসনিক ভবনে মাসব্যাপী শোকাবহ ব্যানার প্রদর্শনের আয়োজন করেছে। সকাল ১০টায় কবি হেয়াত মামুদ ভবনের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। এ সময় বক্তব্য রাখেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহŸায়ক ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুল হক। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য সচিব মোহাম্মদ রফিউল আজম খান। কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর চেতনা ধারণ লালন এবং বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সম্মিলিত প্রয়াসে সামনের দিকে এগিয়ে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া এবং সাধারণ সম্পাদক নোবেল শেখকে কালো ব্যাজ পরিয়ে শিক্ষার্থীদের কালোব্যাজ ধারনে উদ্বুদ্ধ করেন তরুন আওয়ামী লীগ নেতা জনাব রাশেক রহমান।

এরপর বেলা সাড়ে এগারটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপর সংগঠন নীল দলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে যোগ দেন মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এবং তরুণ আওয়ামীলীগ নেতা জনাব রাশেক রহমান। এ সময় উপাস্থিত ছিলেন নীল দলের সভাপতি ড. শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আপেল মাহমুদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়নের শোকাবহ ব্যানার প্রদর্শণীর উদ্বোধন করেন মাননীয় উপাচার্য।

শোকের মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।