ভুটানকে আট গোল দিয়ে ফাইনালে বাংলাদেশের নারী ফুটবলাররা

নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে পাত্তাই দিল না বাংলাদেশ। ভুটানের জালে একে একে ৮টি গোল জমা করেছে বাঘিণীরা। বিপরীতে একটিও শোধ করতে পারেনি ভুটান।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নেপালের কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বিরতির আগে-পরে চারটি করে গোল করে বাংলাদেশ।

আগামী ১৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে শিরোপা নির্ধারণী ম্যাচে তারা খেলতে নামবে। তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক নেপাল ও আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মধ্যকার আরেক সেমিফাইনালের বিজয়ী দল।

আজ গোল করে হ্যাটট্রিকের স্বাদ নেন দুর্দান্ত ছন্দে থাকা অধিনায়ক সাবিনা খাতুন। একবার করে নিশানা ভেদ করেন সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানি সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভিন ও তহুরা খাতুন।

দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশের নারীরা। এর আগে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত আসরে প্রথমবার ফাইনালে খেলেছিল তারা। সেবার স্বাগতিকদের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে।