মগবাজারে বিস্ফোরণ: ধ্বংসস্তূপে নিরাপত্তাকর্মীর লাশ

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে ভবনের নিরাপত্তাকর্মী মো. হারুনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, মগবাজারে বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিলেন ভবনের নিরাপত্তাকর্মী মো. হারুন। দুপুর ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণে ঘটনা ঘটে। বিস্ফোরণে আশপাশের ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৭ জনের নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।