মাগুরায় মৎস্য চাষিদের পুরস্কার ও আইডি কার্ড বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শনিবার জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি উপলক্ষে মূল্যায়ন, পুরস্কার ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডি এলজি) খন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।
বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী, জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ওয়াহেদুজ্জামান স্বপনসহ অন্যরা।
অনুষ্ঠান থেকে মৎস্য উৎপাদনে ভ‚মিকা রাখার জন্য ৪জন সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। এছাড়া ১৫০ জন জেলেকে আইডি কার্ড দেয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন