মাগুরায় আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

বেরইল পলিতা ইউনিয়ন ফুটবল একাদশ জয়ী

মাগুরা প্রতিনিধি : “মাদক ছাড়–ন,খেলাধুলায় করুন,দেশ গঠনে অংশ নিন” এ শ্লোগান নিয়ে মাগুরায় শনিবার বিকালে উপজেলা গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আহসান হাবীব, সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান। গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় টাইব্রেকারে বেরইল পলিতা ইউনিয়ন ফুটবল একাদশ ৪-৩ গোলে কুচিয়ামোড়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় চমৎকার ধারা বিবরণী করেন জাতীয় ধারাভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায় ও বাংলাদেশ বেতারের শম্ভু মৈত্র। তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় নির্ধারিত খেলা শেষে উভয় দল ২-২ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে বেরইল পলিতা ইউনিয়ন ফুটবল একাদশ ৪-৩ গোলে কুচিয়ামোড়া ফুটবল একাদশকে পরাজিত করে।

উদ্বোধনী খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বেরইল পলিতা ইউনিয়ন ফুটবল একাদশের গোলরক্ষক মহিবুল ইসলাম। মাগুরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্ণামেন্টে সদরের ১৩টি ইউনিয়ন অংশ নিচ্ছে। আগামী সোমবার এ টুর্ণামেন্টের দ্বিতীয় খেলায় সদরের আলোকদিয়া স্কুল মাঠে বগিয়া ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হবে কছুন্দি ইউনিয়ন ফুটবল একাদশের।