মাগুরায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
মাগুরা প্রতিনিধি : মাগুরায় সোমবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর ১৮০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়েছে সদর উপজেলা পরিষদ।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এ সকল শিক্ষার্থীকে মাথাপিছু ২হাজার টাকা করে মোট ৩লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস, প্রধান শিক্ষক রেজাউল ইসলামসহ অন্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন