‘মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা’ প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা’ আয়োজনের সমাপনী ও প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করেন।

সমাপনী ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, পাবলিক প্রসিকিউটর পল­ব ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক ফৌজিয়া তুলি প্রমূখ।

পরে সেখানে প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। এর আগে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।