ময়মনসিংহে ১৫ বছর পর জমির দখল বুঝিয়ে দিলো আদালত

ময়মনসিংহের হালুয়াঘাটে আকরাম হোসেন নামে এক ব্যক্তিকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন আদালত কর্তৃপক্ষ।

বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মাহফুজা আক্তার মিতু এর নির্দেশে সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার নাশুল্লা গ্রামে ৭৫৮ নং দাগের ০.৮০ একর ফসলি জমি সরকারি নিয়ম অনুযায়ী ডাক ঢোল পিটিয়ে লাল নিশান খুটি দিয়ে সীমানা নির্ধারন করে দখল বুঝিয়ে দেন জেলা জজ কোর্টের নাজির মো. মুজিবুর রহমান।

এ সময় আদালতের জারিকারক মো. রমজান আলী ও হালুয়াঘাট থানার বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামলার বাদি আকরাম হোসেন বলেন, দেশে ন্যায় বিচার আছে তা আবার প্রমাণিত হলো। আমি দীর্ঘ ১৫ বছর আইনি লড়াই করে আদালতের মাধ্যমে আমার জায়গা বুঝে পেয়েছি। আজ আমি এবং আমার পরিবার খুবই আনন্দিত।