জেলা পরিষদ নির্বাচন-২০২২ইং

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউসুফ খান পাঠান পুননির্বাচিত

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে অধ্যাপক ইউসুফ খান পাঠান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক (চশমা) আমিনুল ইসলাম। তিনি পেয়েছেন ৫৩৬ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক আরও জানান, এ নির্বাচনে মোট ভোটার ছিল ২ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৯৮, নারী ভোটার ৪৯১ জন।