যশোর প্রগতি রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি ফরিদ ও সচিব তানভীর

রোটার‌্যাক্ট ক্লাব অব যশোর প্রগতির ২০২১-২২ রোটা বর্ষের সভাপতি হিসেবে ফরিদ আহমেদ সাকিব ও সচিব হিসেবে তানভীর তালুকদার দায়িত্ব গ্রহণ করেছেন।

১লা জুলাই থেকে রোটারি ইন্টারন্যাশনালের নিয়ম অনুযায়ী তারা ক্লাবটির দায়িত্ব গ্রহণ এবং কার্যক্রম শুরু করেছেন।

ক্লাবটির রোটারী বর্ষ ২০২১-২২ এর বোর্ড মেম্বারদের অন্যান্য অফিশিয়ালরা হলেন – কোষাধ্যক্ষ জি. এম. নাজমুল সাকিল, সদ্য অতীত সভাপতি সুকান্ত কুন্ডু, সহসভাপতি রায়হান উদ্দীন, যুগ্ম সম্পাদক মামুন হোসেন, আন্তর্জাতিক সেবা পরিচালক আল মুজাহিদ আফ্রিদি, সমাজসেবা পরিচালক নেহাল সিদ্দিকী, অর্থসেবা পরিচালক অঞ্জনা কুন্ডু, পেশাগত সেবা পরিচালক ফিরোজ হোসেন, প্রচার ও প্রকাশনা পরিচালক এটিএম মাহফুজ, ক্লাবসেবা পরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল।

উপদেষ্টা হিসেবে থাকছেন শেখ মামুনুর রশিদ, জামিরুল ইসলাম, জাহিদ হাসান টনি, মো: মাসুদ পারভেজ, সুজন কুমার গুহ, জি.এম. নাজমুল সাকিল এবং আবু হুরায়রা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৬৮ সালে বিশ্বে রোটার‌্যাক্ট ক্লাব প্রতিষ্ঠিত হয়। ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ স্লোগানকে ধারণ করে বিশ্বের ১৯০টির অধিক দেশে কাজ করে যাচ্ছে রোটারী ইন্টারন্যাশনালের যুব সংগঠনটি।