যে কারণে পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউনিস খান

কিংবদন্তি ক্রিকেটারের অভিজ্ঞতা কাজে লাগাতে রাহুল দ্রাবিড়কে ভারতীয় জুনিয়র দলের দায়িত্ব দিয়ে রেখেছে বিসিসিআই। ভারতের সাবেক এই অধিনায়কের অধীনে রীতিমতো সাফল্য পাচ্ছে ভারত।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেই পন্থাই অনুসরণ করতে চাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইউনিস খানেকে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচের প্রস্তাব দেয় পিসিবি।

কিন্তু পিসিবির সেই প্রস্তাব ফিরিয়ে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ইউনিস খান।

এ ব্যাপারে পিসিবির এক কর্মকর্তা বলেন, তুলনামূলক কম পরিচিত ব্যক্তিদের মাধ্যমে পুরনো ধাঁচের বদলে একজন হাই প্রোফাইল ক্রিকেটারের মাধ্যমে দীর্ঘ মেয়াদে জুনিয়র দলের কোচিং করানোর ধারণা থেকে তাকে এ প্রস্তাব দেয়া হয়েছিল।

কিন্তু ইউনিস খান চেয়েছেন একই সঙ্গে প্রধান নির্বাচক ও যুব দলের কোচিং করাতে। দুই ভূমিকায় স্বার্থের দ্বন্দ্ব ঘটতে পারে বিধায় ইউনিস খানের প্রস্তাব ফিরিয়ে দেয় পিসিবি।

পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রান করেন ইউনিস খান। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ৪০৮ ম্যাচে ৪১টি সেঞ্চুরিতে ১৭ হাজার ৭৯০ রান করে ২০১৭ সালে ক্রিকেট থেকে অবসর নেন ইউনিস খান।