যে কারণে মুসলিম হলেন আইরিশ গায়িকা

সুপরিচিত আইরিশ গায়িকা সিনিড ও’কনর ঘোষণা করেছেন যে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, নাম পরিবর্তন করে তিনি নিজের নাম রেখেছেন শুহাদা।

১৯৯০ সালে রিলিজ হওয়া ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ গানটির জন্যে তিনি সবচেয়ে পরিচিত। ওই বছরের সবচেয়ে হিট গানের তালিকায় ছিল এই গানটি। টুইটারে দেয়া বার্তায় তিনি তাকে সাহায্য করার জন্য অন্য মুসলমানদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, তার এই সিদ্ধান্ত যেকোনো বুদ্ধিমান ধর্মতত্ববিদের সফরের স্বাভাবিক পরিণতি। তিনি নিজের একটি ভিডিও প্রকাশ করেছেন, যাতে দেখা যাচ্ছে যে তিনি আজান দিচ্ছেন।

বৃহস্পতিবার শেখ ড. উমর আল-কাদরী নামের এক আইরিশ ইমাম একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে দেখা যায় যে, গায়িকা সিনিড ও’কনর ইসলাম ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য কালেমা পাঠ করছেন।

এক টুইট বার্তায় এই আইরিশ গায়িকা বলেন, সব ধর্মশাস্ত্রের অধ্যয়ন শেষ পর্যন্ত ইসলামের দিকেই ধাবিত হয়।
তিনি বলেন যে, তিনি একজন মুসলমান হতে পেরে গর্বিত।

তবে ধর্ম নিয়ে ও’কনর এই প্রথমবারের মত কথা বলেছেন তা নয়। ১৯৯২ সালে তিনি মার্কিন টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে পোপের ছবি ছিঁড়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন।