৯৯৯-এ ফোন করে উদ্ধার হলো শিয়াল

প্রায় ২৫ ফিট গভীর গর্তে ১৫ দিন আটকে ছিল শিয়ালটি। এলাকাবাসী শিয়ালটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে শেষমেশ ৯৯৯-এ ফোন করে। সেই ফোনেই ফায়ার সার্ভিস দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় জীবিত উদ্ধার করে শিয়ালটিকে।

বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে স্থানীয় একজন জানালে ফায়ার সার্ভিসের একটি দল শিয়ালটিকে জীবিত উদ্ধার করে। এ সময় ফিরোজ আল মামুন নামে ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের এক ফায়ারম্যান শিয়ালের কামড়ে আহত হন।

ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মাজহারুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান স্থানীয় একজন। সেখান থেকে আমাদের কাছে বিস্তারিত জানালে আমরা এসে শিয়ালটি উদ্ধার করি।

জানা যায়, প্রায় ১৫দিন আগে বড়চালা এলাকার আছর আলীর বাড়ির পুরাতন গর্তে রাতের আঁধারে শিয়ালটি পড়ে যায়। পরদিন শিয়ালের চিৎকারে বিষয়টি বুঝতে পারলেও উদ্ধার করতে পারেনি কেউ। মাঝে মাঝে সেই গর্তে বাসি খাবার ফেলতেন বাড়ির মালিক। কিন্তু শিয়ালটি দিনে দিনে দুর্বল হয়ে পড়ছিল।

বৃহস্পতিবার গ্রামের বাড়ি গিয়ে বিষয়টি জানতে পারেন এক সাংবাদিক। তিনিই বিষয়টি দেখে ফোন করেন ৯৯৯ নম্বরে।

শিয়ালটি উদ্ধারের পর সেটিকে অবমুক্ত করে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।