রুশ নাগরিকত্ব ত্যাগ করলেন আরও এক বিলিয়নিয়র

নিজের রুশ নাগরিকত্ব পরিত্যাগের ঘোষণা দিয়েছেন বিলিয়নিয়র ওলেগ টিনকভ। এর আগে তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়েছিলেন।

সোমবার (৩১ অক্টোবর) নিজের ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তার রুশ নাগরিকত্ব পরিত্যাগের ঘোষণা দেন টিনকভ। 
এসময় তিনি বলেন, আমি আমার রাশিয়ার নাগরিকত্ব ছুঁড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমি এমন একটি দেশের সঙ্গে যুক্ত থাকতে চাই না, যেটি তার শান্তিপূর্ণ প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে এবং প্রতিদিন নিরপরাধ মানুষ হত্যা করছে।

এই পাসপোর্টের অধিকারী হওয়া আমার জন্য লজ্জ্বার।
আল-অ্যারাবিয়ার খবরে জানানো হয়েছে, ৫৪ বছর বয়স্ক টিনকভকে নিষেধাজ্ঞার আওতায় এনেছিল বৃটেন। তিনি অন্য রুশ ধনকুবেরদেরও নাগরিকত্ব ত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, এতে রাশিয়ার অর্থনীতি এবং পুতিন শাসন দুটোই দুর্বল হয়ে পড়বে। ফলে পুতিন ইউক্রেনে পরাজিত হবেন। টিনকভ বলেন, আমি পুতিনের রাশিয়াকে ঘৃণা করি।
তবে সাধারণ রাশিয়ান যারা যুদ্ধবিরোধী তাদের আমি ভালোবাসি।

এর আগে লন্ডনে থাকা ব্যবসায়ী নিকোলায় স্টোরনস্কি তার রুশ নাগরিকত্ব ত্যাগ করেছিলেন। তিনিও বিলিয়নিয়র এবং ৬.৭ বিলিয়ন ডলারের মালিক।