রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি চুমারানু বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত হত্যাযজ্ঞ বিশ্ব সম্প্রদায়কে বিস্মিত করেছে। বর্তমান আধুনিক যুগে এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। বাংলাদেশ নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক ইতিহাস সৃষ্টি করেছে। তাই রোহিঙ্গা সংকট নিরসনে ইন্দোনেশিয়া বাংলাদেশের পাশে থাকবে।

বুধবার বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও শেল্টারের চলমান নির্মাণ কাজ পর্যবেক্ষণ শেষে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এসব কথা বলেন।

তিনি অবিলম্বে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত নিতে মিয়ানমারকে আরও কঠোর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

এর আগে রাষ্ট্রদূত রিনা পি চুমারনু রোহিঙ্গাদের চিকিৎসা সেবার সুবিধার্থে ইন্দোনেশিয়া ভিত্তিক এনজিও সংস্থা এসিটি পরিচালিত ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র উদ্বোধন করেন।

এ সময় এসিটির পরিচালক ভাং ভাং, আল্লামা ফয়েজ উল্লাহ ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর ও ফরেন অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাম্মদ ইদ্রিসসহ বাংলাদেশস্থ ইন্দোনেশিয়া অ্যামবেসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া সরকার, ইন্দোনেশিয়া ভিত্তিক এনজিও সংস্থা এসিটি এবং আল্লামা ফয়েজ উল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশে আশ্রয় নেয়া নির্যাতিত রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণ, বিনামূলে চিকিৎসা, মসজিদ নির্মাণ, অনাথ শিশুদের সু-রক্ষাসহ রোহিঙ্গাদের জন্য কুতুপালং ডি-ব্লকে এক হাজার পরিবারের থাকা জন্য শেড নির্মাণ করছে।