পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ; চলছে গণনা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন শেষ হয়েছে, চলছে গণনা।
এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল ১০টার দিকে পাড়েরহাট ইউনিয়নের রাজলক্ষ্ণি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে। কেন্দ্রের বাইরে ভোটার ও প্রার্থী- সমর্থকদের কিছু ভিড় থাকলেও ভোট কেন্দ্রের ভেতরে ভোটার সংখ্যা ছিল কম।

এ নির্বাচনে ইন্দুরকানি উপজেলা থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুটি পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে চেয়ারম্যান পদে ০৪জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ০৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে নির্বাচনে অংশগ্রহণ করার ১০জন প্রার্থীদের মধ্যে ০৯জন হচ্ছেন আওয়ামী লীগের এবং ০১জন বিএনপি’র।

এ উপজেলায় বর্তমানের ৭০ হাজার ৮৪৮ জন ভোটার রয়েছে। এদের মধ্যে পুরুষ ৩৬৪২৩ জন এবং নারী ভোটার ৩৪৪২৫ জন। ০৫টি ইউনিয়নের ৩৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রথম ধাপে সারাদেশে ১৩৯ উপজেলার ২২টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে।