শাহজালালে গণধোলাইয়ের বদলে চোরের মুখে কেক!

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইংরেজি নতুন বছর বরণকে কেন্দ্র করে ঘটেছে এক নতুন ও অভিনব ঘটনা। বিমানবন্দরে ধরা পড়েছে চোর।

স্বাভাবিক নিয়মেই তার গণধোলাই কপালে জোটার কথা চঝিল কিন্তু তার বদলে কপালে জুটেছে বর্ষণের কেক।

জানা গেছে, বিমানবন্দরে কিছু ছিঁচকে চোর যাত্রীদের সাহায্য করার জন্য ঘুরে বেড়ায়। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন একজন ছিঁচকে চোর একযাত্রীর লাগেজ উঠিয়ে দেয়ার সময় একটি ব্যাগ সরিয়ে ফেলে। পরে তাকে সাজা দেওয়ার পর ম্যাজিস্ট্রটেটকে আকস্মিকভাবে কেক কাটার অনুষ্ঠানে যোগ দিতে হয়। সে সময় চোরকেও কেক খেতে হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হয় বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের সাথে। তিনি বলেন, এ ধরনের ছিঁচকে চোর যাত্রীদের লাগেজ গাড়িতে উঠিয়ে সাহায্য করার নামে ব্যাগ সরিয়ে ফেলে। সোমবার মিজানুর রহমান (২৫) ছিঁচকে চোরকে হাতেনাতে আটক করা হয়।

তিনি বলেন, পরে তাকে ৬ মাসের সাজা দেওয়া হয়।

কিন্তু বিচার শেষে নিয়ে যাওয়ার সময় বিমান কর্তৃপক্ষের বর্ষবরণের কেক কাটার সামনে পড়তে হয়। সবার সাথে চোরের মুখেও কেক তুলে দেওয়া হয়।