শাহজালালে নিরাপত্তা দেবে ব্রিটিশ কুকুর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় এবার এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে যুক্ত হয়েছে ডগ স্কোয়াড। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ইংল্যান্ড থেকে আনা উন্নত প্রজাতির কুকরগুলো বিমানন্দরে এসে পৌঁছায়।

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ আস সাদিক জানান, বৃহস্পতিবার ডগ স্কোয়াডটি ব্যাটালিয়নের কে-৯ ইউনিটে সংযুক্ত করা হয়েছে। স্কোয়াডে উন্নত প্রজাতির আটটি কুকুর রয়েছে।

এরমধ্যে- চারটি জার্মান শেফার্ড ও চারটি ল্যাব্রাডর। এগুলোর পৃথক নাম দেয়া হয়েছে। শেফার্ড প্রজাতির কুকরগুলোর নাম হলো ফিন, কোরি, দাই, রুক এবং ল্যাব্রাডর প্রজাতির কুকরগুলোর নাম হচ্ছে স্যাম, ডিজেল, বেক্স, বো। মাদক ও বিষ্ফোরক দ্রব্যের ব্যবহারে রোধে এ ডগ স্কোয়াড কাজ করবে। এগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার জন্য এগুলোর কিছু দিন সময় লাগবে। এরপর এ ডগ স্কোয়াডকে নিয়ে অপারেশন চালানো হবে।

জানা গেছে, জার্মানির শেফার্ড এবং লেব্রাডর প্রজাতির কুকুর খুবই ধূর্ত, সাহসী ও বুদ্ধিমান হয়। এরা যা প্রশিক্ষণ পায় সেটা অনুসরণ করতে সক্ষম।