শিবগঞ্জে শহীদ জিয়ার ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মে) বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে শিবগঞ্জ বিএনপি’র কার্যালয়ে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম এ তাহের, গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, যুবদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ যোবায়ের, সাংগঠনিক সম্পাদক সামিউল আলম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারন সম্পাদক মাহাদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক মো: রায়হানুল হক রনি, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, জাকিরুল ইসলামস জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: জুয়েল হোসেন বাপ্পি, সাধারন সম্পাদক মেহেদী হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক বারিক মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক জনি মন্ডল, আইয়ুব কাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারন সম্পাদক মীর মুন, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাকিব হাসান সহ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

প্রসঙ্গতঃ শহীদ জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয় এবং সপ্তাহব্যাপী শাহাদত বার্ষিকীর কর্মসূচী সফল করার জন্য ইউনিট ভিত্তিক নেতৃবৃন্দের প্রতি দায়িত্ব প্রদান করা হয়।