শেখ হাসিনার জন্মদিনের গান (ভিডিও)

‘আমার দেশের রত্ন তুমি/ জাতির পিতার মাইয়া/ বাঙালি আজ ধন্য হলো/ তোমায় কাছে পাইয়া/ টুঙ্গিপাড়ায় জন্ম তোমার/ বঙ্গমাতার কোলে/ আজ বাঙালির ভাগ্যপ্রদীপ/ তোমার হাতে দোলে…’ এমনই কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে নতুন একটি গান প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি চ্যানেল আরটিভি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির জন্মদিনের একদিন আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আরটিভি মিউজিক প্লাস ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে।

‘দেশরত্ন শেখ হাসিনা’ শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস। ড. তপন বাগচীর কথা ও ফয়সাল আহমেদের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন সুজন আরিফ।

এ প্রসঙ্গে শিল্পী বিশ্বাস জানান, ‘এরকম শুদ্ধ-অন্ত্যমিলে পরিমিত শব্দের কথায় গান গাওয়া আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। গানটিতে কন্ঠ দিতে পেরে আমি গর্বিত। গানটি আমার সংগীতজীবনে স্মরণীয় সংযোগ হয়ে রইলো।’

গীতিকবি তপন বাগচী জানান, ‘জননেত্রীকে নিয়ে গান লেখা খুবই কঠিন কাজ। তার কর্মময় বিশাল জীবন তো আর গানে ধরা যাবে না। হৃদয়ের অর্ঘ্য জানাতেই গানটি লেখা। শিল্পী বিশ্বাস যে এত ভাল কণ্ঠের অধিকারী, তা আমার জানা ছিল না। আমাদের অপরিচয়ের ব্যবধান ঘুচিয়ে দিয়েছে এই গান। আশা করি, চমৎকার এই গানটি সকলের ভাল লাগবে।’

অন্যদিকে সুরকার ফয়সাল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এরকম গানে সুর দিতে পেরে আমি গর্বিত। তপন বাগচীর বাণীর কুশলতা আর শিল্পী বিশ্বাসের কণ্ঠের মুন্সিয়ানায় গানটি উতরে গেছে।’

প্রসঙ্গত, একই সময়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কবি ও চিত্রশিল্পী জাহিদ মোস্তফার কথা এবং বিশিষ্ট সংগীত বিশারদ সুজিত মোস্তফার সুরে আরেকটি গান গেয়েছেন শিল্পী বিশ্বাস। ‘তুমি বাংলার শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা’ গানটির কথাকে ছাপিয়ে গেছে সুজিত মোস্তফার সুরের কারুকাজ। আর শিল্পী বিশ্বাসের গায়কিতে সেটি অনন্য সাধারণ হয়ে উঠেছে।