শ্মশানে ‘বেঁচে উঠল’ মরদেহ, দৌড়ে পালাতে থাকেন…

শ্মশানে পৌঁছনোর পরই ‘বেঁচে উঠল’ এক মরদেহ। খাটিয়ার উপর বসে আবারও মারা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হুগলীর ত্রিবেণীতে।

দেশটির সংবাদমাধ্যম জানায়, ত্রিবেণীর বৈকুণ্ঠপুরের বাসিন্দা রেণুকা পাল। শনিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। দুপুর ১টা নাগাদ রেণুকা পালের দেহ নিয়ে আসা হয় ত্রিবেণী বার্নিং ঘাটে। আগে কয়েকটি দেহ থাকায়, সঙ্গে সঙ্গেই চুল্লিতে ঢোকানো যায়নি রেণুকা পালের দেহ। অপেক্ষা করতে থাকেন রেণুকা পালের পরিজনরা। হঠাৎই শ্মশানঘাটে উপস্থিত সবাই দেখেন, ‘বেঁচে উঠেছে’ রেণুকা পালের দেহ! উঠে বসে পড়েছে!

এদৃশ্য দেখার পরই হূলুস্থূল পড়ে যায় শ্মশানঘাটে। ভয়ে দৌড়ে পালাতে থাকেন ওখানে উপস্থিত লোকজন। এদিকে রেণুকা পালের পরিজনরা ভাবেন, কোনো মিরাক্যাল ঘটেছে বুঝি! তড়িঘড়ি করে তারা রেণুকা পালের হাত, পা ঘষা শুরু করে দেন। এমনকি ফের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ডাকা হয়। কিন্তু একটু পরেই আবার নেতিয়ে পড়ে দেহটি। তারপরই সেটি চুল্লিতে ঢোকানো হয়।