সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের নির্বাচনী তপশীল ঘোষণা উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নির্বাচনীয় তপশীল ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম এর প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ফোরামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার এ্যাডঃ শ্রী সম্ভু নাথ সিংহ ও এ্যাডঃ আল মাহমুদ পলাশ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), খন্দকার আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ), মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন,দৈনিক যুগের বার্তা, দেশ টাইমস), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় সর্ব সম্মতিক্রমে ১।মনোনয়ন পত্র গ্রহনের তারিখ -১৩/১২/২০২২ইং ২।মনোনয়ন পত্র দাখিলের তারিখ ১৪/১২/২০২২ইং ৩। মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ১৫/১২/২০২২ইং ৪। মনোনয়ন পত্র পত্যাহারের তারিখ ১৫/১২/২০২২ইং ৫। ভোট গ্রহনের তারিখ ১৭/১২/২০২২ইং এবং নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করার লক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।